তুমি আমার আর আমি তোমার
এ সম্পর্কটার মূলে রয়েছে স্বার্থ,
মায়াবী এ ধরাধামে এটাই এখন
চলমান মহা এক চরম সত্য।


এ স্বার্থ ব্যাহত হতেই সদা
পুরনো সম্পর্ক ভেঙে যাচ্ছে নিত্য,
বুকভরা ভালোবাসা আর রসালো কথা
স্বার্থটা হাতিয়ে নিতে ভিন্ন কৌশল করছে রপ্ত।


প্রাণে প্রাণে বাঁধা, এ শুধু অভিনয়
তুমি আমার আর আমি তোমার- এ কথার কথা,
পর্দার অন্তরালে কত কিছুই ঘটছে
সবকিছুর মূলে লোভের দড়িতে স্বার্থটা বাঁধা!


আজব এক সৃষ্টি মানুষ
সদা খুঁজে বেড়ায় স্বার্থটা,
রঙের এ দুনিয়ায় মজে
আপন মানুষকেও দেয় এট্টেকলা বাঁশটা।