টাকায় মিলে পদ,
কেনা যায় রথ,
বদও হয়ে যায় সাধু সৎ!


টাকায় ঢাকে টেকো মাথা,
টাকা থাকলে মাথায় ধরে ছাতা,
অজ্ঞ বিজ্ঞ হয়ে সাজে উপদেশ দাতা।


টাকায় কিনে নিজ নামে ক্রেস্ট,
নিজকে নিজে বলে আমিই বেস্ট,
টাকায় টাকা নিয়ে বলে ইন্টারেস্ট।


টাকায় বিক্রি হয় কেউ কেউ,
পাপের টাকায় তুলে মানবতার ঢেউ,
স্বার্থে আঘাত লাগলে ভেতরেরটা করে ঘেউঘেউ।


টাকায় মঞ্চে হয় আসন,
নীতিকথায় ছাড়ে ভাষণ,
অবৈধ অর্থে করে স্বর্গ অন্বেষণ।


টাকায় লাফায় কতিপয় কাকা,
সহজ সরল পথকে বলে বাঁকা,
এ কাকুরা সুযোগ বুঝে সাজে বোকা!