কি লাভ করে এসব টালবাহানা,
তোমার রূপের স্বরূপ আছে যে জানা,
লাভের মাঝে অলাভ হলে তুমি আর তুমি থাকো না।


তোমার নেশা টাকার 'পরে শুধু করে ঘুরপাক,
মুখে ভালবাসা আর অন্তরে হিংসার হাঁক-ডাক,
অতীত থেকে বর্তমান মিলিয়ে দেখেছি বেজায় ফাঁক।


অন্তরে তোমার লালসার চাষ, চোখেমুখে শুধুই লোভ,
পেতে চাও সবকিছু, আর না পেলে মনে পুষো ক্ষোভ,
সময়ে সাজো সাধু, মননে ইবলিশ রেখে থাকো চুপ।


স্বার্থ নিয়ে থাকো বলেই সকলের কাছে তুমি স্বার্থপর,
মিছে আশায় ভাসিয়ে তুমি ভেঙ্গেছো সাজানো ঘর,
রাখবে পাশে আজীবন কাকে, রচিবে সুখের বাসর?