তিনি অভাব মুক্ত,
যিনি হতে পারেন তাঁর সঙ্গে যুক্ত,
তিনি হতে পারেন চিন্তা মুক্ত।


তিনি মরা গাছে ফোটান ফুল,
তিনি পারেন করতে ক্ষমা যতো ভুল,
তাঁর প্রেমে যদি হতে পারেন আকুল।


তিনি শূন্যকে করতে পারেন পূর্ণ,
অহঙ্কারীকে ধূলোয় করেন চূর্ণ,
অনুশোচনাকারীর নিকট অনন্য।


যার কেউ নেই, তার জন্যও তিনি,
আর অসহায়ের সহায় হোন তিনি,
তিনিই স্রস্টা,  সদা চাই তাঁর মেহেরবানি।