ঠকায় ধোকায় সম্পদ বাড়াইলে
পাপ টানিবি জীবনভর,
শাস্তির বোঝা বেড়ে যাবে
যে দিন হবে তোর কবর।


জিন্দা থাকতে সীমা ঠেলে
বাড়িয়ে নিলে নিজের অংশ,
সেদিন বিচার দিনে
নিজে দেখবি নিজের ধ্বংস।


বাহুবল আর অর্থবল
সবকিছু হবে রে অচল,
দখলবাজি আর চালবাজি
ধরবে কাজী, নিশ্চিত বিফল।


কপট হৃদয় সদা সংশয়
বাইরে দাপট ভেতরে ভয়,
কাজ-কর্ম দেখে ইবলিশও
যোজন যোজন দূরে রয়।


তাং ৬ জানুয়ারি ২০২৩