আমি ঠকে ঠেকে
অনেকটা কিছু শিখেছি।
কাছ থেকে বাটপারদেরকে চিনেছি,
তাদের ভেতর স্বয়ং ইবলিশকে দেখেছি।


আমি ঠকে ঠকে
কিছু বেঈমানকে চিনেছি।
পেলে আছে আর না পেলে নাই,
নিজ স্বার্থ কুড়িয়ে যায় পালায়।


আমি ঠকেছি
মীরজাফরগুলো চিনতে পেরেছি।
স্বজনরা খুঁজে বেড়ায় সুযোগ,
যতন করে ভেঙ্গে দেবে বুক।