একবুক কষ্ট নেবো,
একবুক ভালোবাসার দামে।
কতোদিন ধরে আবদার করেছে আসমার বাপ,
তার কষ্টের সাথে অন্যের কষ্ট মিলাবে বলে।


ব্যবসায় সবার নজর থাকে লাভের দিকে,
আর আমি ইচ্ছে করে ঠকতে চাই।
ঠকানো মানুষগুলোকে খুব কাছ থেকে
মনের চোখ দিয়ে দেখতে চাই।


ও পাড়ার চাঁদার মা খুব করে বলেছে,
কৃপণের এক থলে কষ্ট লাগবে তার,
অনাহারে থাকতে থাকতেই কষ্ট কী?
সে নিজেই বুঝে উঠতে পারে না আর।


কষ্ট করে কষ্টগুলো চেপে কী লাভ?
বরং তেমোহনার বটতলে এসো দিনে।
একবুক, দুইবুক ভালোবাসার দামে
ও কষ্টগুলো যত্ন করে নেয়া হবে কিনে।


পশ্চিম পাড়ার হামদু মাঝি দেখা হলেই বলে,
তার নাকি একঝাঁপি কষ্ট লাগবে,
সে বায়না দিয়ে রেখেছে একটাই,
তার কালো টাকার প্রভুদের কষ্ট লাগবেই।


এছাড়া নানান রঙের কষ্ট, লাল, নীল কষ্ট,
নষ্ট হওয়ার কষ্ট, মিথ্যা বলার কষ্ট।
সত্যকে ঢেকে রাখার কষ্ট, ব্যর্থতার কষ্ট,
ভ্রষ্টতার কষ্ট, গলাবাজের কষ্ট,
ধর্ষকের কষ্ট, ঘুষখোরের কষ্ট আরো আরো কষ্ট।


ইচ্ছে করলে ভালোবাসার চড়া দামে
বিক্রি করতে পারেন এসব কষ্ট।
দামের দিকে কখনো ঠকবে না,
কারণ যেখানে আমিই ঠকতে চাই।