কাঠগড়ায় দাঁড়িয়ে শুনবে রায়,
তুমি একা কেউ নেই ডানে বাঁয়।
দাপট-কপট আর জুলুম-অত্যাচার,
কেউ পাবে না ক্ষমা, ঐটাই শেষ বিচার।


হাকিম হয়ে হুকুম দিবেন, তিনি আমার রব,
অত্যাচারী, জুলুমবাজের ফুরিয়ে যাবে কলরব।
সময় থাকতে ভালো হও, ওরে পাপিষ্ঠ পামর,
ক'দিন পরে দেখবে আঁধার, হলে তোর কবর।


রঙিন দুনিয়া ফানা হবে, বিলীন হবে সব,
সাঁঝের বেলায় বুঝবে, ভেঙে গেলে উৎসব।
সাঙ্গ হবে সব, ছাড়ো যত আছে লোভ লালসা,
তিন গেরোতে আটকে গেলে, দেখবে সবে তামাশা।