সকাল থেকে বৃষ্টি
আকাশ সারাক্ষণ মেঘলা,
টুনির মা ঝুপড়িতে ভিজে
বসে আছে একলা।


বছরের এ সময়ে
তার নেই কোন কাজকাম,
তারপরেও সকাল থেকে বৃষ্টিতে
নতুন করে খুঁজে জীবনের দাম।


ঝিয়ের কাজ করে সারাদিন
যা পায় এ বাড়ি আর ও বাড়ি করে,
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে
খাবার কিনতে শেষ, মাঝে মধ্যে উপোস করে।


পাঁচ তলায় যাদের বাস
ঝড়বৃষ্টিতে তাদের নেই কোনো ভাবনা,
ভাসমান অসহায়দের যত কষ্ট
ক্ষুধার কষ্টতে বাড়ে যত যাতনা।


টুনির মা ক্ষুধার জ্বালায়
ঝুপড়ি ছাড়ে মাথায় নিয়ে বৃষ্টি,
দিন যায়, মাস যায় আর বছর ঘুরে
সেই টুনির মা হলো আবেগের সৃষ্টি।