মশারীর ভেতর মশাগুলো
সদা করে ছটফট,
সময়ের কথা সময় নিয়ে
প্রিয়ার নিকট বলে যায় অকপট।


অলস দুপুর আনন্দে মেতে
যদু মধুরা খেলে যায় তাস,
এ তাসে কত জনার জীবন
আজি হয়ে যাচ্ছে নাশ।


জীবনের খেলাঘরে কত স্বজন
রেখেছে হাতে তুরুপের তাস,
সুযোগের খুঁজে রয়েছে বসে
করে দেবে বলে সর্বনাশ।


জীবনের বাঁকে বাঁকে
খেলারাম খেলে যায় কতো খেলা,
জীবন নামের খেলায় জয়ী হতে
সঠিক সিদ্ধান্ত নিতে করা যায় না হেলা।