এই মাত্র ঐ লোভী ঘুষখোর,
উপাসনালয়ে পথে দিলো দৌড়,
পাশ ফিরে হাসে নেড়ি কুকুর।


হয়তো একদিন বোধোদয় হবে,
সময়তো আর রইবে না তবে,
মায়ার বাঁধন যবে ছিন্ন হবে।


এ জগত ভুলে ভরা সব, বুঝিবে,
প্রিয়জনের প্রিয়মুখগুলো ফিরাবে,
তখন শুধুই দু'নয়নের জল ঝরাবে।


ভাবো একটিবার, ফিরে আসিবার,
মরণের পরে ঐ জগৎ ঘোর অন্ধকার,
কপালের কালো জট কি দরকার?