ডাগর নয়নে চারপাশে তাকিয়ে,
চুপিচুপি হাত দু'খানা দিয়েছ বাড়িয়ে।
লাজুক লাজুক মনে বলেছ ভালবাসি,
সবুজের প্রান্তরে হেঁটেছি পাশাপাশি।


কতো কথা ছিলো মনের ভেতর জমা,
শুনিনি বলেই করে দিও এ আমারে ক্ষমা।
নির্জন প্রাঙ্গণে পাখপাখালিদের কোলাহল,
উত্তরার হাওয়ায় উড়ছিল শাড়ির আঁচল।


ঝিলের পাড়ে ডাহুকীর প্রেমময়ী আহ্বান,
লজ্জায় পড়েছিলাম দু'জন সমান সমান।
গোধূলির আলোমাখা মেঘ জমেছে আকাশে,
পথের ধারে ফোঁটা ফুলগুলো দুলছিল বাতাসে।