মানুষকে দেখিয়ে ভয়,
কখনো করা যায় না জয়।
আসমা বিবির বাপ ভাবিয়ে কয়,
না সহিলে যাতনা, আসিবে পরাজয়।


ভালোবেসে নিতে হয় ভালোবাসা,
হিংসা জমা রেখে, করা যায় না আশা।
নিজে না হয়ে সৎ, অন্যকে বলা যায় না বদ,
সৎপথে না চলে, অন্যের পথ করা যায় না রদ।


আমার আমিতে ডুবে থেকে অন্যেরটা নাও কেড়ে,
নিজের দোষ কেউ ধরলে মুগুর হাতে আসো তেড়ে।
তুমি না হয় অতি চালাক, হাতিয়ে নাও অন্যের সব,
পান থেকে চুন খসলেই, শেখাতে আসো আদব!