একদিকে বাউন্ডুলে,
কুড়িয়ে পাওয়া ভালবাসা।
অন্যদিকে ভোগবাদী মানুষের লালসা,
ভেঙ্গে চুরমার অসহায়ের আশা ভরসা।


লুটপাট, রাস্তাঘাট, দখল ও ভূমি গ্রাস,
চারদিকে খায় খায়, চালবাজির অপপ্রয়াস।
ভোগবাদী, ধনপতি দিবস রাতি গড়ে ধনপাহাড়,
লোভাতুর মনে কেড়ে নাও দরিদ্রের আহার।


সিন্ডিকেট, মওজুদ ও আড়তদারীর খেলা,
এ খেলায় পিষ্ট হয় কত জন, এ চরম হেলা।
উচিত কথা এখন বলতে চায় না কেউ,
একদিন তাদেরকেও ডুবাবে এ অন্যায়ের ঢেউ।