একদিন করতে হবে বাস দরজাবিহীন ঘরে,
হৃদয়টা মুচড়িয়ে উঠে কঠিন শাস্তির ডরে,
খোদা, তুমি মাফ না করলে নরক যাবে ভরে।


চারিপাশে তাকিয়ে দেখি আপন নাই রে কেউ,
তুমি আমার কঠিন পথে সহায় পার করে দিও,
সব স্বজনরা সেদিন পালাবে, দেখে অগ্নি ঢেউ।


হিসাব আমার ভুলে ভরা জীবনের পাতায় পাতায়,
তুমি বিনে আর তো কেহ নাই, অধম আমি অসহায়,
বিচার দিনের মালিক আমার আল্লাহ, শুধুই করুণা চাই।


অসুর আজি সুর সেজে ডঙ্কা বাজায় চারিপাশ,
সৎ আর অসৎ এর দ্বন্দ্ব দেখে ইবলিশ করে উপহাস,
সেদিন শুধু হিসাব হবে, শোনানো যাবে না ইতিহাস।