নিয়ে যাব বুকে করে আশ্বিনের ঝড়
তোমার কোরকের কোমলতা  স্পর্শ করে  
সেখানে কদমের ডাল ভেঙ্গে আরও কিছু
ভালোবাসা জড়িয়ে নেবো একান্ত নিবিড় করে  ।
কিন্তু ভাবিনি  তো কোনদিন কোন এক
গভীর নিশীথে  তোমার অখণ্ড সত্ত্বা  
আমার উপত্যকা পেরিয়ে  জাগিয়ে  দেবে
অনাদিকালের ব্যস্ততা । তোমাকে
নির্মমভাবে শোষণ কোরে যারা   চেয়েছিল    
হরপ্পার  হারানো  মূর্তির  মমী  করে নিতে
তাদের সবটুকু সংযোগ একটু একটু কোরে
হারিয়ে ফেলেছি নির্জন   দ্বীপের  সীমান্তে  ।
কিছু টুকরো ভালোবাসা বালিয়ারী খুঁজে
লুকিয়ে নিয়েছে নিজেকে সেদিন
যেখানে তোমার অস্তিত্ব খেলে যায়
ময়ূরের পেখমের তির তিরে কাঁপুনিতে
অথচ নির্জনতার  শব্দ ভেঙে তুমি  একদিন
চেয়েছিলে শুনে নিতে বুকের শব্দটুকু
যেখানে  পলাশের    রঙ মিলেমিশে একাকার
চৈত্রের অখণ্ড দাবদাহে ।