বসন্ত বিলাপ
জয়ন্ত বাগচী


রৌদ্র ভেঙে নিয়ে গেলে অকৃত্রিম স্রোতে
হাজার দাবানলের সতেজ আস্ফালন
তোমায় ভ্রুকুটি করে বার বার তবু
চেতনায় ঘটেনা কোন স্থায়ী আন্দোলন ।
প্রহরের নিঃশব্দ গতি হামাগুড়ি দেয়
ধুকপুক করা বুক ছুঁয়ে ছুঁয়ে
যেখানে তোমার ভালবাসা গচ্ছিত রেখেছি
অনাবিল মুক্তির সূর্যোদয়ের ক্ষণে ।
শূন্য হতে কোন শব্দ নয়
দ্যাখো চেয়ে ডালিম হৃদয়
চুয়ে পড়া রক্ত নিমেষে লুকিয়ে যায়
অনুমিত টাকার লেনদেনে ।
হিসাব করছ কেন অকারণ এ মহোৎসবে
আরও কিছু জমা করো তালিকার ক্রমে
রডোডেনড্রন জেগে উঠুক স্বপ্নালু মায়ায়
রঙিন বসন্ত মাখা বিদেশী শ্যাম্পেনে !