প্রতিটা দিনের জমে থাকা কান্না
জমে আছে সেতারের প্রতিটা তারে
নিজেকে নিজের করে খুঁজে পেতে
বয়ে চলেছি ছন্দের টুং টাং ।
কত টুকু বারুদ জমিয়েছ আমার জন্য
তুলে দিয়ে ঐ অন্তহীন  মহাকাশে
মাটিতে নামাতে চেয়েছ প্রতিক্ষণ
জ্বলন্ত অগ্নিতে শান্তি বারি ঢেলে ।
জীবনের সব লেনদেন জমে থাকে
নর্দমার মুখ ঢেকে দেবার বাসনায়
বিকারহীন চিত্তে আকাশে উড়িয়েছ
হরেক পেটকাটী  চাঁদিয়াল !
হিসাব করেছ কি কোনদিন লাটাই এর সুতো
কতদূর নিয়ে যাবে  তোমার  তুমিকে
কোন দায় নেই--------
অবিচল চিত্তে দিয়েছ রায়দান
তুমি এক অপদার্থ জীবন  !
চোখের সামনে দিয়ে উড়ে যায়
লাল নীল হলুদ বসন্ত
তুমি মাঞ্জা দাও হরেক মিশেলে
আমার রুটিনে নেই কোনই পরিবর্তন  !
আমার আকাশ তলে দাঁড়িয়ে
আমাকেই ছেদন করেছ দিন দিন
মুখ তুলে তাকাওনি একটিবার
কত রক্ত  ঝরিয়েছ  এ  বুকের গভীরে ।