জানি তুমি গোলাপি রঙ ভালোবাসো
তোমার মনের  সঙ্গে মিশিয়ে নিতে
তুমি বার বার তাকে বুকে তুলে নাও
সেখানে কাঁটার ক্ষত হলেও ।
তুমি নির্জনতা ভালোবাসো না  
সেটাও তো আমার জানা , তাইতো
তুমি বার বার বেড়িয়ে পড়তে চাও
চার দেওয়ালের বাইরে ।
তোমার চাওয়া পাওয়া খুবই সাধারণ
সেখানে শুধুই মাটির  গন্ধ
যেমন তোমার ভালোবাসাতে পবিত্র সৌরভ
তাকে তুমি নিভৃতে চাও লালন করতে
অথচ কিছুতেই তা হয়না
হিংস্র আক্রমণে তুমি ক্ষত বিক্ষত হয়েছ
আস্তে আস্তে গুটিয়ে গিয়েছ শামুকের মতো
কিন্তু তুমি তাতো নও –
তোমাকে  জোর  কোরে  বানানো হয়েছে মূর্তি
তোমার সচলতা চঞ্চলতাকে বন্দী করা হয়েছে
বঞ্চনা অবজ্ঞার সুচতুর বেড়াজালে,তবুও
তোমার ভিতরের আগ্নেয়গিরি
লাভা উদ্গীরণ করতে চায়
জানিয়ে দিতে চায় আমি মৃত নই
আজও বেঁচে আছি আমার মতোই !