চক্র
যে পুষ্পেরা জাগে
ভালোবাসার নিবিড় ছোঁয়ায়
সে হিন্দোল অনুভব করার প্রকোষ্ঠ
খুঁজে নিতে বড়ই সময় লাগে ।


অনাবিল ভালবাসারা হাত পা ছুঁড়ে
বেড়াতে চায় সব সময় সেখানে
বেড়াজালের আবর্তে তাদের বন্দী করা
নিষ্ঠুর কাপুরুষতা ছাড়া আর কিছু নয় ।


একান্তে বলে কিছু হয় না
যখন কাছাকাছি আসার প্রেরণা
জেগে ওঠে অন্তরের গভীর গোপন থেকে
সেখানে কিছুটা সময় নির্লিপ্ত হয়ে যায়
শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে
বাড়ে জীবনের নিয়মিত চক্র ।


এমনি করেই প্রচলিত গণ্ডিতে
পুষ্পেরা বেড়ে ওঠে জেগে ওঠে
ছন্দের হেলদোলে জেগে থাকে জগত
তার মধ্যেই তুমিও আছো আমিও আছি ।