পশ্চিমের   আলোটা   এসে পড়েছিল
জানলার গরাদের ফাঁক গলে ।
সময়ের নির্দিষ্ট   নিয়ম  মেনেই সে
প্রবেশ করেছিল ঘরের ভিতর ।


জানলার গরাদ রুখে দিতে পারেনা
যেমন পারেনা রুখে দিতে
সকালের রক্তিম সূর্যের  চলার গতিপথ  !
অথচ কিছু নির্মম নিয়মের বেড়াজাল
আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে আমাদের  !


বদ্ধ  পরিস্থিতি তৈরির কারিগর
চূড়ান্ত খেলায় মেতেছে দুহাত তুলে
পশ্চিমের রোদ কিন্তু বড়ই হিসাবী
তার গতিপথ কিছুতেই রোখা যাবেনা !


এমনি  করেই  শিখে নিতে হবে গতি  
শিখে নিতে হবে নিঃশব্দ কৌশল
যেখানে সব কিছুই ম্লান হয়ে যাবে
চিরকালের মতো – একেবারেই ।