চলতে চলতে থেমে গেলেই
চেঁচিয়ে বলেছ , চলো এগিয়ে চলো
মুখ তুলে তোমায় দেখিনি
শুনেছি তোমার প্রাণবন্ত  স্বর ।
বসন্তের আগমনে প্রকৃতি উন্মুখ
খসে পড়ছে একটা একটা কোরে
সাজানো বৃক্ষের  পত্রসম্ভার
দূর দিগন্তের পটে
লালে লাল কৃষ্ণচূড়ার সম্ভার ।
চলো, এগিয়ে চলো—সেই সুর  !
যে বার বার  জাগিয়ে দিয়েছে
যে না বলা কথাতেও বলেছে
থামা বলে কিছু নেই,আছে শুধু এগিয়ে চলা ।
সেখানে  তোমায় খুঁজলেও
তুমি আড়ালেই থেকে গিয়েছ ।
বাতাসে ভাসিয়ে দিয়েছ  শিমূল তুলোর মতো
তোমার উদ্দীপ্ত কণ্ঠস্বর , তাই
থামতে পারিনি আজও চলছি ,  
এগিয়েই চলছি ক্রমশঃ...............