হয়তো সেদিনও ঝরেছিল পত্রমঞ্জরী
সাথে ছিল হাজার ফুলের স্নেহমাখা পরাগ
ছিল সোনালী রোদ মাখা একটা দিন
সে প্রাকৃতিক ছবির ক্যানভাসে
তুমি উঠেছিলে  জীবন্ত মূর্তি হয়ে ।


ছন্দের অপরূপ লাবন্যে  বার বার
নিজেকে রোপন করেছি অনিমেষ সময়ের
উর্বর জমিতে তবু সে বারে বারেই
রয়ে গেছে নিষ্ফলা বন্ধ্যা ।


বুকের আগল থেকে ভালোবাসা নিয়ে
যাপন করেছি অনিয়মিত সময় খন্ড
একটা অজগর সাপের মতো গিলেছে
পাওয়া না পাওয়ার অব্যক্ত যন্ত্রণাকে।


সব সব কিছু উপড়ে ফেলে আজ তুমি
সামনে এসে যদি প্রশ্ন করো
কবে তোমায় প্রথম কাছে টেনেছি বলতো?


আজও সেদিনের মতোই দিন কাটে
শুধু সামনে আসেনা হিসাবের পুরোনো খাতাটা ।