যে হলুদ বসন্তের পাখিকে
খুঁজেছি দিনের পর  দিন
নিদ্রাহীন থেকেছি কত রাত
সময়ের স্রোত  বহে  গেছে
গঙ্গা পদ্মা ধলেশ্বরী দিয়ে
তবুও মেলেনি সন্ধান ।
চোখের সামনে দেখেছি চিত্রাবলী
দেখেছি ক্যানভাসে রামধনুর  খেলা
আমার হৃদয় ছুঁয়ে আহবান করেছে
তবুও পারিনি দিতে কোন সাড়া ।
খুঁজে গেছি দিনান্তের শেষে
যদি সে এসে থাকে কোন এক স্থানে
মেলেনি সন্ধান তার একটু সময়
নিদ্রাহীন যক্ষের মত থেকেছি আমি ।
যে হলুদ বসন্তের পাখিকে
খুঁজেছি দিনের পর  দিন
আজ তাকে দেখি আমার জানালায়
হৃদয়ের কপাট খুলে আহবান করি
মৃদ্যু স্বরে বলি, ভালোবাসি তোমায় ।