ভেঙেছ দুয়ার হেনেছ আঘাত বারবার
শরীরের সবটুকু রক্ত বুকে নিয়ে
জীর্ণ শৃঙ্খল কেটে নতুন সকাল আসুক
ভাঙা ঘর খোড়ো  চালের ফাঁক দিয়ে ।
বিষময় বাতাস  ছড়িয়েছ দিকে দিকে
অত্যাচারের  সংজ্ঞা  বদলে  নিয়ে
মাংসাশী বৈষ্ণব সেজেছ নীতিহীন
নীতিদর্শনের নামাবলি গায়ে দিয়ে ।
সামনে তাকাও ,তাকাও পিছনে
মরা আগাছায় কিশলয় দেখ চেয়ে
ফিরেছে তারা একটু একটু কোরে
শীতের কঠিন রুক্ষতা  দুহাতে সরিয়ে ।
চলার পথে কণ্টক বিছিয়েছ
স্তব্ধ করতে চেয়েছ বারবার
এখানে ওখানে সমস্ত জমায়েতে
তারা বুঝেছে কিছু নেই হারাবার ।
দুহাতের শক্তি কেড়ে নিয়ে
কতটুকু জিতে নেবে আজ
দ্যাখো চেয়ে তোমার অজান্তেই
জেগে উঠছে তোমারই স্বরাজ ।