জেগে থাকে


পদ্মের বিল দেখতে দেখতে
অগাধ সময়ের   পোষাক খুলে গেল
খুলে গেল সব ধৈর্যের বাঁধন
একটা একটা সৌন্দর্য প্রকাশ হতে হতেই
শুনতে পেলাম নবজীবনের গান ।
দোদুল্যমানতা  সদাই জেগে থাকে
জেগে থেকে পুকুর ঘাটে
জেগে থাকে বিছানায়
জেগে থাকে পলাশের  রঙে
জেগে থাকে ভালোবাসার ফাগে
তাকে নিষ্ক্রিয় করে দিতে চাইলেও
সে তা হয়না
একটা সময়ের আগে যখন ঘুম ভাঙে
অবাধ পাবার লালসা চোখ মেলে তাকায়
সেখানে যে ছবি জেগে ওঠে
তাকে লালন করা খুবই কষ্টের
ইছামতীর ঢেউ ভাঙে
ভাঙে পদ্মের নাল
জেগে থাকে তখনও সময় অর্দ্ধনারীশ্বর হয়ে
শান্ত নিরালম্ব বুকের ওপরে ।