থেমে গেল রথের চাকা
ইতিহাসের  নিয়ম মেনেই
স্তব্ধ হল বাৎসল্য প্রবাহের গতি
নিঝুম নিস্তব্ধ রাত্রের কোন এক প্রহরে  ।
চেয়ে থাকা নক্ষত্রের  মেলায়
হারিয়ে গেল একটা জীবন
নিজেকে মিশিয়ে নিলো অগণিত সংখ্যায়
সেখানে যাওয়ার পথ থাকলেও
ফিরে আসার কোন উপায় নেই ।
কপালে গলায় মুখে অগুন্তি স্পর্শ-----
আজ যেন ঘুম ভেঙে জেগে ওঠে  !
প্রাত্যহিক হিসাব নিকাশের খাতা বের হয়  
শাস্ত্রীয় রীতিনীতির প্রখর চর্চায়  ।
যদি জীবনে জীবন যোগ হয় কোনদিন
ভালোবাসা থেমে যায় প্রহর সংলাপে
সেখানে প্রবাহ গতির মাথায় চিক চিক করে
ফেলে আসা দিনগুলোর স্মৃতি ।
আকাশের ছোঁয়াটুকু বুঝে নিতে
দুই হাত প্রসারিত হয় নিদারুণ চাহিদায়
বন্দী কবুতর ডানা ঝাপটায়
অনন্ত তৃষ্ণা  বুকে ভরে  
আর এক জীবনের আশায়  !