কাব্যলিপির ঝড় তুলে আর ডেকো না
ডেকো না পাতা ঝরার গান শুনতে
বিষন্ন সময়ের স্রোতে ভাসতে  ভাসতে
দেখি সমস্ত রং ফিকে হয়ে গেছে ।


কার দোষ কার গুণ আর ভাবি না
ভাবি না চৈতন্যকালের  মধুক্ষরা স্মৃতি
একটা মশাল জ্বলে উঠবে একদিন
ভাবনায় ছিল কিন্তু তা হলো না ।


স্বপ্নভঙ্গের ক্ষত সামলে ওঠা কঠিন
তার চেয়ে সহজ পুরাতনকে ফিরে দেখা
আকাশে  বিদ্যুতের আলো না থাকলেও
মনের আলোতে পড়ে  নিও পাণ্ডুলিপি ।


সময়ের বাজনা শুনতে শুনতে ঘুমাই
আশাবরী স্বপ্ন দেখতে দেখতে জাগি
নিজেকে নিজের মধ্যেই বন্দি রেখেছি এখন
তাই কাব্যলিপিতে  ঝড় তুলে আর ডেকোনা ।