শূন্যতা জেগে উঠে উদ্বাহু হয়
যখন পড়ন্ত রোদের ছায়া দীর্ঘ হয়  
দু একটা তারাও খসে যায় সেই মুহূর্তে  
এ চোখ এড়িয়ে গেলেও তা সবাইকে নয় !


শূন্যতা জেগে উঠে উদ্বাহু হয়
যখন ফিস ফিস কথারা  সমবেত হয়
নান্দনিক তথ্যের আকর স্ফীত হতে হতে
এক সময় বিদীর্ণ হয়ে যায় ।


শূন্যতা আর শূন্য থাকে না
না থাকার অস্তিত্ব মুছে দিয়ে
আগ্রাসনের মাত্রা বাড়িয়ে দৈত্যাকার হয়
কম্পিত হয়ে পড়ি দৈত্যের আকার  নিয়ে  ।


শূন্যতা জেগে উঠে জনতার কোলাহল হয়
শব্দের জোয়ারে নতুন দিনের মাতন লাগে
এভাবেই একদিন সব আগ্রাসনের গলা টিপে
নতুন এক ভোরের জন্ম হয় জীবনের  বাঁকে বাঁকে ।