পাগলটার লজ্জা নেই
আবার এসেছে------
ভাবনার আকাশ পাতাল প্রভেদ
দেশান্তরের ভাবাবেগ খুঁড়ে দেয়  
কিছুতেই বোঝানো যায় না এ আত্মকথন
অযাচিত কথার সুর গমগম করে
ঘরে তখন ঘুমপাড়ানিয়া সুর ।
পাগলটার লজ্জা নেই
এ কথা বলার অধিকার হারিয়ে গিয়েছে
কবি বন্ধুর মৃত্যুর খবরে  মন উচাটন  
অকারণ হাসি মস্করা দুঃসহ ঠেকে ।
গত রাতের জমে থাকা মাথার যন্ত্রণা
হঠাৎ  গুহা থেকে বের হয়ে আসে
কান্না ঘাম রক্ত একাকার হয়ে যায়
আর সেই পাগলটা----
কিছুই বোঝে না শুধু মস্করাই করে চলে ।
পাগলকে পাগলের রাস্তাতেই চলতে দেওয়া ভালো
অযাচিত প্রসঙ্গ বার বার উঠে আসে
ঠিক তখনি আরও দুই পাগল
হাত ধরাধরি করে  রাস্তা পেরিয়ে যায় ।