ঝড়ের কাব্য তুলে আনা
রাত চরা পাখি, তুমি ডানা মেলে
নিজেকে লুকিয়ে ফেলো অরণ্যের গহীনে
ঝরে পড়া মুক্তোরা হারিয়ে যায়
এক বন্য নেশার আহ্বানে ।
কুয়াশার মায়া জড়িয়ে রেখে
আরও কিছু অনভ্যস্ত জীবন
নিজেকে তুলে ধরে বন জংলার ডগায়
আরও কিছু সভ্যতা মাখানো লোভী
মিলেমিশে একাকার হয়ে যায় ।
এ কেমন খেলা বলতো ?
লুকোচুরি খেলতে খেলতেই জীবন গেল
অথচ সেই সারমেয় বৃষ্টি বিঘ্নিত
কুয়াশাকে কিছুতেই এড়াতে পারেনা
দীর্ঘ তপ্ত দিনের শেষে একান্ত প্রিয়জন
অপেক্ষায় থাকে সিক্ত হতে টুকরো ভালবাসায়
অনেক ঢেউ আসে সাগরের বুক চিরে
তবুও কিছুতেই জাগে না পুরানো প্রেম ।