প্রগতির পথে


যে স্বপ্নগুলোর  হাত ধরতে চেয়ে
পা বাড়িয়েছিলাম পথে একদিন
সেখানে অসীম শূন্যতার কাহিনী
আমাকে রঙিন  করেছে ।
আমি দিগম্বর হতে চেয়েছি
চেয়েছি উল্কার গতিতে ছুটে যেতে অথচ
হাতের   কমন্ডুলু  ভারী হয়ে গিয়েছে
চলতে পারিনি কিছুতেই ।
স্বাতী  নক্ষত্রের  কিছু ভালবাসা আনতে চেয়ে
সময়ের হাত ধরেছিলাম একদিন
আমার হাতের চেটোয় কিছুটা ঘৃণা রেখে
সে বলেছিল   স্পর্ধা তো  কম নয়  !
জানতে চেয়েছিলাম—এতো স্পর্ধা নয়
এতো জন্মের অধিকার । তবে কেন এ বঞ্চনা  ?
একরাশ হেসে বলেছিল,
পুব পশ্চিমের মিলন ঘটাতে পারো না তুমি
---কিসের অধিকার তোমার ?
পুব পশ্চিম মেলাবার দায় কি আমার ?
হেসে বলে ,তোমার আমার বলে কিছু নেই
প্রগতির পথ ধরে চলাটাই অধিকার  ।
বুঝতে পারি প্রগতির পথে চলতে চলতে
নিজেই কিভাবে যেন রঙিন হয়ে গিয়েছি !