বিম্বিত সময়ের একান্ত বাসনায়
এ প্রান্ত থেকে ও প্রান্ত পরিক্রমায়
দুদণ্ড বিশ্রামের কালে খুঁজে পেলাম
এক  খণ্ড  মেঘ !
আমি তাকে মুঠোয় ভরেছি , নেবে তুমি ?
বৈশাখের নির্দয়  দহনে তুমি চাও
ক’ফোঁটা  বৃষ্টি আমি জানি ।
ঠিক এমনি করেই আমি
দিনের পর  দিন কত সুপ্ত মুহূর্তে
চেয়েছি এক টুকরো ভালবাসা তোমার কাছে
শুধু তোমারই কাছে , জানো তুমি ?
শব্দের যাদুকরী খেলায়  অথবা
আবেগের   নিত্য  নতুন আলপনায়
তুমি দুর্গম করে দিয়েছ
আমার নিঃশব্দে চলার পথ
কেউ তা জানলেও না বুঝলেও , আমি জানি !
ক্ষত বিক্ষত হৃদয়ে অফুরন্ত সময়
ঝঞ্ঝা  বিক্ষুব্ধ পথ পেরিয়ে ক্লান্ত আমি  
আমার হাতের মুঠোয় রাখা মেঘ  
তোমার ভালবাসায় জারিত করে
আমি চাই নির্মল  শান্তির বারিধারা , রাজি তুমি ?