আয়নায় মুখ দেখছ তুমি
মেলাতে চাইছ অংকের হিসাব
তুমি তো  সকলের মাঝে বিলিয়ে দিয়েছ
এতদিন এতকাল .........
কেউ তো বলেনা , অনেক হয়েছে
এবার বিশ্রাম নাও......
এবার নিজের দিকে তাকাও ।
দূর থেকে তোমাকে দেখি
অজানা অচেনা  পথিক
ঘরের চৌকাঠ পেরিয়ে যাবার
ছাড়পত্র নেই  
পাঁজর ভাঙা কান্না
নিজেই শুনে যাই
রাত্রির নিস্তব্ধ যামে নিদ্রাহীন প্রহরে
তোমাকে দেখে যাই
কল্পনার সমুদ্রে তুমি
সাঁতার কেটে যাও অবিরত
কোনদিন স্পর্শ  করতে পারিনি .........
চোখের সামনে ভেসে ওঠে একটা রেল লাইন
যেটা শুধু সামনে এগিয়ে চলে
ক্রমশঃ এগিয়েই চলে পাশাপাশি
কোনদিন মিশে যেতে পারে না