যখন নেমে এসেছিলাম  নৌকো থেকে
একবার পিছন ফিরে তাকিয়ে ছিলাম
অজানার  আকর্ষন যে কতখানি
তখনও তা সম্পূর্ন  বুঝিনি  !


পারঘাটা পেরিয়ে এসে দেখলাম
পতাকা লাগানো নৌকোটা এগিয়ে চলেছে
আমিও তেমনি এগিয়েই চলেছিলাম
তোমার মনের ঢেউ ভাঙতে ভাঙতে ।


সেটা ছিল শ্রাবণের কোন একদিন
আজ দেখা হলও আবার
শ্রাবণের  ঝোড়ো দিনে
নৌকা যখন বেশ টলোমলো ।


তোমার দুচোখে এক ভয়ের ছবি
আমার মনকে টানছিল  বার বার  
তবে আজ তুমি আমাকে নেমে যেতে দাওনি
হটাৎ  হাতটা ধরেছিলে --------
তাকিয়েছিলাম স্বপ্ন মাখা চোখের দিকে
শুধু বলেছিলে ,ভয় করছে খুব !


আমার নির্দিষ্ট জায়গায় নামতে পারলাম না  
তোমায় পৌঁছে দিলাম তোমার গন্তব্যে
আর একবার আমার হাতটা ধরেছিলে
পাটাতনে পা রাখার সময় ।


যদিও  তেমনভাবে অনুভব করতে পারিনি
তবুও বুঝেছিলাম-------
একটা ঠাণ্ডা ভিজে ভিজে স্পর্শ !
চকমকি পাথরগুলো সেদিন জ্বলেনি
সন্ধ্যার গাঢ  অন্ধকারেও !!