একটা পরিবেশ থেকে ভিন্ন পরিবেশ
যেখানে অপত্য স্নেহ খেলে যায় অবিরাম
ভাঙা নৌকার হালের মতো পড়ে থাকে
ফেলে আসা শহরের স্মৃতি ।
সময়ের স্রোতে ভাঙা একটা নৌকা
দোল খেতে খেতে ভেসে এসেছে অনেকটা পথ
তবু তাতে চঞ্চল প্রাণের অস্তিত্ব
কাছে টানে প্রতিটি সময়ের বিন্দু বিন্দুতে  ।
পথের দূরত্ব বাড়লেও মনের দূরত্ব কমে যায়
একটা নির্দিষ্ট দিনের উপস্থিতি
কিছুতেই ভুলতে দেয়না  -- তাকে,
যাকে দেখি আমার বিপরীত চেয়ারে ।
মুগ্ধ হয়ে যাই চলতি হিসাবের নিষ্পেষণে
অনুভব  করি এক ফল্গুধারাকে, যে –-
নিঃশব্দে বয়ে চলেছে সবার অজান্তে !
তোমার পরিপূর্ণ ভালবাসাগুলো আজও
জেগে আছে ভোরের রজনীগন্ধা হয়ে
আমি যদি হাতে নিয়ে বলি – কি সুন্দর !
তুমি কি মুখ ঘুরিয়ে নেবে লজ্জায় ,  নাকি
বিনম্র সময়ের অভিমানে ?