স্পার্টাকাস


বেতাজ  বাদশা নেমে যায়
মাথা থেকে পায়ের গোড়ালিতে
আমার আমিত্বটুকু লোপ পেয়ে যায়
শ্রাবণের অবিরাম  বর্ষণে  ।
এ এক মজার খেলা চলছে
দশ মিনিটের বৃষ্টিতে বানভাসি
নিকাশের নালা এখন আবাদি জমি
দাদন খাটে কয়েক লাখ টাকা
সব জেনেও পশ্চিমে তাকিয়ে থাকি
অমাবস্যায়  চাঁদের  উদয় দেখবো বলে
তুমি তো উদাসী বাঊল
তোমার যা বাহান্ন তাই তিপান্ন
তবুও দুটো ছবির মাহাত্মে হাজির
কচি কচি অনেক দুর্বা মাড়িয়ে ।
আমায় প্রশ্ন করোনা কোনদিন
কারণ তার পা আমার কাঁধে ।