অবেলার গান ভেসে আছে  ক্লান্ত মাঝির হালে
দগ্ধ দিনের মাঝে জেগে  আছে  এক খন্ডহর  
অবিচ্ছিন্ন অনায়াস তবুও বিরাগ
মাঝে মাঝে আর্তনাদ  করে ।
জেগে থাকা মাছেদের চোখ উজ্জ্বল
বাঁকা হাসি লেগে থাকে পড়ন্ত বিকালে
কুয়াশার চাদর গায়ে জড়িয়ে
সততার বুলি আওড়ায় জননেতা ।
আমার তোমার বলে কিছু নেই
দলিলের লেখা মুছে যায়
দালালের কুটিল চালবাজিতে
তবুও কেন যে অবেলার গান ভাসে
নির্বোধ জীবন তা বুঝতেই পারে না  ।
একটু একটু করে সন্ধ্যা নামে
কবুতর ফিরে আসে চিলেকোঠায়
সেখানে দারুণ এক মচ্ছব শুরু হয়
কাছাকাছি থাকার উষ্ণ বাসনায় ।