সত্যি বলছি আজ আর আমি কাদতে আসিনি|
প্রলয় বুকে বিপ্লবের বানী নিয়ে এসেছি|
পোড়াতে আসেনি,ক্ষমা করতে এসেছি|
অট্টহাসিতে মুক্ত ঝরাতে এসেছি,
কাচা আমের আঠির ভেপু বাজাতে এসেছি,
শুভ্র বেলাতে ফুল কুড়োতে এসেছি,
যে ফুলে ফুলে ছড়িয়ে পড়বে অশ্বত্থনামা,
অশ্রু ভেজা নয়নে নয় আগুন লাগা চোখে,
পূথিবীকে জানাতে আমি তোমাদের একজন,
অষ্টপ্রহরে কালো দিঘীর জলে নাও ভাসাতে এসেছি,
তোমাকে ভালোবাসা শেখাতে নয়,
ভালোবাসতে এসেছি|