ভীনদেশী তারা হয়েও পথ খুঁজতে দেরি হয়নি,
পাশবিকতা ছেড়ে যখন মানুষ হতে আরম্ভ হলো,
সংকীর্ণতা ছেড়ে যখন উদার হতে আরম্ভ হলো,
অন্ধকার ফুরিয়ে যখন ভোর হতে আরম্ভ হলো,
একাকীত্ব ছেড়ে যখন দলবদ্ধ হতে থাকলো,
তখনও লড়াইটা একাই লড়তে হবে ॥
কাদামাটির ঘ্রাণ ভুলে কৃত্রিম সুবাস ছড়িয়ে পড়লো,
হালকা দখিন হাওয়াই গোলাপ এলো,
বসন্তের কোকিল এলো হাসনাহেনা ফুটলো,
ঝাপসা মেঘে এক পসলা বৃষ্টি এলো ,
তবুও বিদ্রোহী হয়ে বিদ্রোহ করতে অসী লাগেনি ,
কালে কালে ধরা দিল ওপারের ডাক এলো, শোনা গেল দৈববানী,
লড়াইটা একাই লড়তে হবে ॥