আমিতো কাউকে আমার পথ চেয়ে অপেক্ষা করতে বলিনি,
শুধু বলেছিলাম কেউ একজন জানুক তার পথ চেয়ে.............
গোধূলী রঙটা মাড়িয়ে ঝুম বরষায় কেউ অপেক্ষায় দাড়িয়ে তাহার।।


......বিশ্বাস কর কউকে ভালোবাসতে বলিনি
     শুধু বলেছিলাম আমি তাকে ভালোবাসি,
     ঝিনুকের মালায় গাথা ছোট মুক্তোর টুকরোর মত ঝলক দিয়ে।।


আমি তাকে সেই মালা পরাবো বলিনি
শুধু সে জানুক আমি তার জন্যে অমৃত সাগর সেচে
লক্ষ মুক্তোর মাঝে একটি মুক্তো কুড়িয়ে
ভালোবাসার সুতোয় একটি মালা গেথেছি।।


-আমি তাকে আমাকে নিয়ে ভাবতে বলিনি,
-শুধু সে জানুক আমি তার জন্যে বনমালী হয়ে
-সূর্যমুখীর হাসিটা তুলে রেখেছি।।

    চাঁদনী পশর রাতের আলোয় একেলা
    দিবসের পর দিবসে অপেক্ষায় হেটেছি......
     আমি বলিনি আমি কাউকে ভালোবাসি
    শুধু কেউ জানুক আমি তার জীবনের সমস্ত দুঃখ বরনে
    সুখ উৎসর্গ করে নিঃশ্ব অসহায়
    বনমালিনীর পরজনমের প্রিয় হব বলে।।।।