একদিন দুদিন করে কেটে যাচ্ছে আমার এ অবেলা। আড্ডা,অলস বসে থেকে কি করবো সেটা ভাবতে ভাবতে সকাল বিকাল রাত পার করে দিচ্ছি।
আমিতো আমার এ সুন্দর সকালটা এত আশা নিরাশার দোলাচলে পার করতে চাইনি।
আমি চেয়েছিলাম শীতের সকালে চাপাবনের শিউলি তলায় মিষ্টি বাতাস বয়ে নিয়ে আসা দুটি চড়ুই কানে কানে বলবে ওঠ,ওঠ দেখ রাতের স্বপ্ন তোমার ভোরের শিশিরে কেমন চিকচিক করছে।
আমি রাজ্যের ঘুম ফেলে উঠে দেখবো রাতের অধরা স্বপ্নেরা আমার,ভোরের শিশিরে দোল খায়।
খুব কি বেশি ছিল আমার এত টুকু চাওয়া?
এতবড় দুনিয়ার মাঝে আমিতো নগন্য মাত্র।
আর কতকাল নদীর ঘাটে বাধা নৌকার মত আমিও বাধা থাকবো?
পাগলের যেমন স্বাধিনতার কোন বালাই নাই,
নাই কোন পিছুটান,তেমনি আমারও কোন পিছুটান থাকবেনা,থাকবে অফুরন্ত স্বাধিনতা।
আমি আমার রাজ্যেই স্বাধিন নই।
আমি যুদ্ধ করতে চাই আমার নিজের সাথে,আমার সমাজ ও সংসারের সাথে,আমার সকল অক্ষমতার সাথে,আমার জানা ও নাজার সাথে।
আর আমাকে শক্তি ও সাহস যোগাও হে আমার স্বপ্নেরা।