শেষ যেদিন অমরাবতী আর দুরাচার অল্প আধারে
মুখোমুখি বসেছিল হারিকেনের আবছা আলোয় চিনেছিল লক্ষী পেঁচা,
মিষ্টি একটা বাতাশ এসে আচমকা রঙটা পাল্টে দিল,
তখন প্রনয়ের রঙে জোনাকিরা রাঙিয়ে পালালো,
ভাসিয়ে দিল কতগুলো এলোমেলো কেশ,
লাজনত নয়নে লজ্জাশীল কুলোবধুর ন্যায়
ম্রিয়মান হতে থাকলো স্বপ্ন,
এত প্রতিক্ষা এত প্রেম এত অব্যাক্ততা
প্রবাহিত হলো বানের জলে,
চিত্তসায়রে ভেসে উঠলো এক টুকরো নতুন সুরের গান,
অনুরাগে হিয়া জাগে প্রেমে অষ্টপ্রহর,
কাঁপা কাঁপা চলনে আমবস্যা তিথিতে আর একবার মুখোমুখি অমরাবতী সাথে শুক্লকেশ দুরাচার|||