আমি তো কোনদিনই স্বপ্ন দেখতে চাইনি।
তবে কেন এত এত স্বপ্ন আমার দুচোখে।
যখন চোখ ভিজে আসে তখন মনে হয় স্বপ্ন গুলো অশ্রুর সাথে ঝরে পড়বে।
আমিতো আজও কাদতে চাই না।
আমি সাগরের পাশটায় দাড়িয়ে ডাকবো
হে সাগর আমায় তোমার বিশালতার মাঝে নেবে না।
বিশ্বাস করো আমি অতশীর রাঙা হাতের সুরভি হতে চাইনি।
আমি আজও কাদতে চেয়েছিলাম পারিনি।
আমি স্বপ্নের জাল বুনতে চেয়েছিলাম পারিনি।
পথের গোধূলি আমায় বাধতে চেয়েছিল।
আমায় কাদতে দিও হে ভবিষ্যত,হে আমার স্বপ্ন,হে আমার বিধাতা।
হে আমার অনাগত কাল তোমায় বলে রাখি আমার নীপতরু বনটা স্বপ্নের চারণক্ষেত্র বানিও।
আমিতো ফুলে ফুলে গানে গানে স্বপ্ন বানাবো।