মাটির প্রদীপ শোনো আমার কথা,
আজ রজনীজুড়ে দিও আলো যেনো অস্ত যেও না,
আমার দেবী আসবে আজ নিশীথে
ভুলে যেও না!!
সারা দিবসের অবহেলা যেমনে লও মেনে
রজনীর শীর চুম্বন পাবে বলে,
আমিও আসন পেতেছি অশ্বত্থ বটমূলে
নিশি ভোর হলো এই তটিনী তরু কূলে।।।
........
সকলকেই তার সময়ের জন্য অপেক্ষা করতে হয় বোকার মতো পাথরে মাথা ঠুকলে যেমন ফুল ফোটে না তেমনি সময়ে সাধন না হলে তার ফল পাওয়া যায় না। আপনাকে ওঁৎ পেতে থাকতে হবে আপনার ভালো সময় উকি দেয়া মাত্র তাকে কাজে লাগাতে হবে। হাজারো চেষ্টায় আপনার কাজ হবে না কিন্তু একদিন দেখবেন আপনার সমস্ত প্রচেষ্টার অঙন আপনার পদতলে লুটবে, তাকে নত হতেই হবে। সৃষ্টিকর্তা আপনাকে পরখ করছে আপনি কতটা ভার নিতে পারেন কতটা অটল থাকতে পারেন, ধ্বংস করার ক্ষমতা সকলেরই আছে কিন্তু সৃষ্টিশীলতা কয় জন অধিকার করতে পারে? তাই সৃষ্টিশীলতাই হোক আপনার আমার ব্রত।