কান্না তো আমারও ছিল,
বিদগ্ধ নগরের আলখেল্লায় ঢাকা পড়েছে পবিত্র হাসিরা,
কাক কালো কেশে শ্রাবনের হাওয়া লেগে উড়ুউড়ু হয়,
তখন তোমার ঠোটে লেপটে থাকা ক্রুর হাসিতে আর মুক্তো ঝরে না,
চাপা দিতে দিতে কষ্ট আর দুঃখ গুলো বিষ্ফোরিত হওয়ার অপেক্ষায়,
লাজ-লজ্জাহীন হয়ে কেউ মাংস কেউ হাড়ের সন্ধানে নিরন্তন ছুটে চলছি রাজাহীন রাজ্যে,
চিৎকার করে কতবার বলেছি আমিতো চে নই কিংবা আমি হিটলারও নই আমি অর্বাচীন,
আমাকে কেউ কি ক্ষমা করতে চাও? আমার প্রতিনিয়ত খড়িমাটির গহ্বরে হারিয়ে যাওয়া ছাড়া আর কি বা করার ছিল?