রাত জিনিসটা খুব দুর্বোধ্য।
যত বাড়ে অনেককিছু দূরে সরে যায়,
অনেককিছু কাছে আসে। স্বয়ংক্রিয়ভাবে,
কতকটা হয়তো বাধ্য হয়ে।
দিনের শেষে নিজের মূল্যায়ন করার খানিক সময় পাওয়া যায়। সবাই পায়।
কেউ করে, কেউ করে না। কারুর এই সময়ে কথা বলায় তীব্র ইচ্ছে হয়, কেউ নিশ্চুপ থাকতে পছন্দ করে।
কিন্তু মনের কোন্দলগুলো কোথাও গিয়ে এক,
ছবিগুলোও এক। একই শিল্পী যেন বাড়ি বাড়ি ঘুরে মানুষগুলোর ছবি এঁকে চলেছে, কেউ টেরও পাচ্ছে না।
কিন্তু আমরা সবাই আলাদা হয়েও দিনের শেষে এক,
এই অনুভূতিটাই অদ্ভুত লাগে।
দু'ফোঁটা বৃষ্টি পড়লে নাকি লোকজন হা রে রে রে রে করে ঢাল তলোয়ার নিয়ে কবিতা লিখতে শুরু করে। লিখুক না।
মনের কথা মন ফুটে বেরোনোর মতো শান্তি পৃথিবীর কিছুতে নেই।
যুদ্ধবিধ্বস্ত এই পৃথিবীর বুকে এটুকু চাওয়া আর একলাইন গান থাকলে থাকুক!