পুরনো এবং সবচেয়ে দীর্ঘ রাতের কাব্য।
রাত অন্ধকার। দীর্ঘতম রাত আরও নিকোশ কালো অন্ধকার।
এই মোহময়তায় মিশে আছে জীবনেরও কিছু কালো অধ্যায়।
হয়তো আরো কালো অথবা নতুন ভোরের সূর্যদয়।আমি কালোকে আলো বলি।
প্রভু সবচেয়ে বড় পরিকল্পনাকারী। তিনি আমাকে আপনাকে নিয়ে পরিকল্পনা করে রেখেছেন।
সকল কালো তিনি আলোয় ভরিয়ে দিবেন।
অন্ধকার রাত্রিরও নিজস্ব কিছু রূপ আছে-ঘুটঘুটে কালো অমানিশা।
তবু এও যেন এক অভাবনীয় রং তার নিজস্ব বলয়ের কালো !
আর কালোই যদি হয় আঁধারের নাম তবে হোকনা !
হোক রাত্রি কুটকুটে কালো।
আর তাই একটা অন্ধকারের হাত ধরে আমি পরদিনের সূর্যালোকের অপেক্ষা করি।
সুন্দর ফুল গুলো ফুটে রাতের আঁধারে তারার উজ্জ্বলতা দেখতে হয় রাতের আঁধারে ।
আঁধারকে অভিশাপ করে নয় আলো দিয়ে করতে হবে জয় ।