প্রতিদিন রাতে স্বপ্নগুলি আধফালি চাঁদ হয়ে ঘুরে বেড়ায় বিস্তৃত জীবনের পাতায় পাতায়
প্রাচীন প্রহরের গাঁওয়েরা চাষ করে তাদের বুকে ইতিহাসের চারা
ক্রমশঃ ব্যাকুল করে তাদের ইতিহাস চুষতে আর বুঝতে ভয়ংকর  সকল পতনের আগে
বুঝে নিতে চাই দেনা পাওনার হিসাব


নতুন স্বপ্নগুলো আসবে প্রতিটি তরুনের বুকের মাঝ বরাবর
যে নদী হারিয়ে গেছে ভূমিখেকো মানুষের পেটের ভেতর
যে ইতিহাস হারিয়ে গেছে সুচতুর কৌশলের খাতায়
যে ইতিহাস হারিয়ে গেছে রক্তের স্রোতে গোলাব শিং মাঠের অন্ধকারেও
সে ইতিহাসের পাঠ নেবো দেবো দ্বিধাহীন গন্তব্যের দিকে


প্রতিদিন নরোম সকালে উঠোন জুড়ে নামে স্বপ্নের ঘামওয়ালা রোদ বেবাক শীতে
গ্রাস করে অন্ধকার - হাহাকার, দুখের ঘটি- বাটি,অাঁধারের প্রাচীর জীবন
সভ্যতার নানামাত্রিক আয়োজন প্রয়োজনে দানাবাঁধে সকল সাম্যের ভেতর
এখানেই অাধফালি চাঁদ ও ইতিহাসের চারা বড় হয় কৃষ্ণচূড়ার রঙে


লহরী
৩ নভেম্বর ১৮