মলমপুরে এসেছি আকিকা প্রোগ্রামে সে এক নান্দনিক দিন পশ্চিমের হাওরে ডুব দিয়েছি স্বপ্নের রাত
পূর্বে সবুজের ব্যালকনিতে এক ঝলক হাসি দেখিয়েছে পেয়ারার সুগন্ধি রুমাল
সেপার,সাজিদ,নাহিদ আর জীবনের উত্তাল ক্ষণ একাকার হয়ে গেছে বেহিসেবি সময়


দেখা করার কথা ছিলো নিলার সাথে
যে একদিন খুব বৃৃষ্টির পুষ্পদানা দিয়ে চিঠি পাঠিয়েছিলো গানের স্বরলীপি দিয়ে
সেই থেকে মলমপুরের মুগ্ধতা বিভোর রেখেছে
গানে প্রাণে আর জীবনের সুরে বোহেমিয়ান


মলমপুর এক বৃষ্টির রাতে আমার হলে
আরেক বৃষ্টির রাতও পাশে থেকে জানালা খুলে দিলে আমি আজকের রাতকে স্বার্থক মনে করি
সেই নিলার সুগন্ধি রুমালে তুলে রাখলাম প্রতিটি মুহুর্ত